মজুরি বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের দাবিতে সিলেট, চট্টগ্রামসহ সারা দেশের চা-বাগানে চলমান ধর্মঘট নিরসনে চা-শ্রমিক নেতাদের সাথে বৈঠকে বসেছেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী এনিডিসি।
বেলা পৌনে ১২টার দিকে শ্রম অধিদপ্তর শ্রীমঙ্গল আঞ্চলিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
এতে বাংলাদেশ চা–শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিপেন পালসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।
বৈঠকে চা শ্রমিকদের উত্থাপিত দাবি-দাওয়া নিয়ে তারা বাগান মালিকদের সঙ্গে কথা বলবেন।
শ্রম অধিদপ্তর সূত্র জানায়, ধর্মঘটের কারণে দুইপক্ষের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, তাই দুইপক্ষকে নিয়ে এক সঙ্গে বসে সমস্যার সমাধান কঠিন হবে। এজন্য আলাদাভাবে বাগান মালিক ও শ্রমিকপক্ষের সাথে কথা বলবেন তারা।
গত মঙ্গলবার থেকে চা–বাগানের শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে ৪ দিন দুই ঘণ্টার কর্মবিরতি পালনের পর গত শনিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন শ্রমিকেরা।