চা-শ্রমিকের বকেয়া এরিয়া বিল দ্রুত পরিশোধ করার দাবি

চা-শ্রমিকের ২০২১-২০২২ সালের বকেয়া মজুরি (এরিয়ার) আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের পূর্বেই পরিশোধ করার দাবি জানিয়েছেন চা-শ্রমিকের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ।

সংগ্রাম কমিটি’র উপদেষ্টা আবদুল্লাহ কাফি রতন, সমন্বয়ক এস এম শুভ এবং আহ্বায়ক সবুজ তাঁতি এক যুক্ত বিবৃতিতে বলেন, বিজয়ের এই মাসে চা-শ্রমিকদের বঞ্চিত রেখে বিজয় দিবস উদযাপন যথাযথ এবং পরিপূর্ণ হবে না। তাই বিজয় দিবসের পূর্বেই চা-শ্রমিকদের ২০২১-২০২২ সালের বকেয়া মজুরি পরিশোধ করতে হবে।

নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, ২০২০ সালের ৩১ ডিসেম্বর চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও চা-শ্রমিকদের মজুরি ১৯ মাস বৃদ্ধি করা হয়নি। বাধ্য হয়ে শ্রমিকরা মজুরি বৃদ্ধির আন্দোলনে নামেন। দীর্ঘ ১৯ দিন অনাহারে-অর্ধাহারে থেকে রাজপথে শ্রমিকরা আন্দোলন চালিয়ে যান। আন্দোলনের প্রেক্ষিতে মজুরি ৫০টাকা বৃদ্ধি পেয়ে ১৭০ টাকা নির্ধারিত হলেও এখন পর্যন্ত চা-শ্রমিকদের ২০২১-২০২২ সালের বকেয়া মজুরি (এরিয়ার) পরিশোধ করা হয়নি।

নেতৃবৃন্দ বলেন, চা-শ্রমিকরা আশায় বুক বেঁধে ছিলেন বকেয়া মজুরি পেলে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালন করবেন। কিন্ত বাগান মালিকরা চা-শ্রমিকদের নিরাশ করেন। শীতকালের এই সময়ে বাগানে বাগানে চা-গাছের কলম শুরু হয়েছে।

তারা বলেন, এই সীজনে চা-শ্রমিকদের আয় কমে যায়। মাত্র ১৭০ টাকা মজুরিতে চা-শ্রমিকদের সংসার চালানো অত্যন্ত কষ্টকর। তাই ১৬ ডিসেম্বরের পূর্বেই চা-শ্রমিকদের সম্পূর্ণ বকেয়া মজুরি পরিশোধ করার জন্য বাগান মালিক এবং সরকারের প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।