চা শ্রমিকদের মাঝে বাসদের শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে শীতার্ত চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) বিকেল ৫টায় আলীবাহার চা-বাগানে শীতার্ত চা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন, বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর, জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, প্রণব জ্যোতি পাল, সংগ্রাম পরিষদের মহানগর শাখার সাধারণ সম্পাদক মনজুর আহমদ, আলী বাহার চা-বাগানের পঞ্চায়েত সভাপতি শ্যামচরণ গোয়ালা, সহ-সভাপতি নাজমা বেগম, সহ-সাধারণ সম্পাদক নমিতা লোহার, চা শ্রমিক ফেডারেশনের সংগঠক সাজন লোহার প্রমুখ।

শীতবস্ত্র বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, ন্যায্য মজুরির দাবি চা শ্রমিকদের দীর্ঘদিনের। কিন্তু বরাবরই চা শ্রমিকরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হয়। দীর্ঘদিন ১৯ দিন চা শ্রমিকরা দৈনিক নগদ ৩০০ টাকা মজুরির আন্দোলন করলেও নির্ধারণ করে দেয়া হয় মাত্র ১৭০ টাকা। ইতোমধ্যে ১৭০ টাকা মজুরির মেয়াদ গত হয়েছে। চা শ্রমিকদের এরিয়া বিলও (বকেয়া) পরিশোধ করা হচ্ছে না।

বক্তারা অবিলম্বে ৫০০ টাকা মজুরি নির্ধারণ করে নতুন চুক্তি সম্পাদন করা ও এরিয়া বিল পরিশোধের জন্য আহ্বান জানান। তারা শীতার্তদের মাঝে বিতরণের জন্য বাসদের তহবিলে নগদ অর্থ ও শীতবস্ত্র দিয়ে সহযোগিতার জন্যও সবার প্রতি আহ্বান জানান।