ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় চার মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি বিশ্বম্ভরপুরের বাবুল হোসেনকে র্যাবের সহযোগিতায় ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সে উপজেলার নাবিল পোল্ডি ফিড এন্ড মেডিসিন স্টোরের সত্ত্বাধিকারী ইসলামপুর গ্রামের মো. আব্দুল কাদিরের ছেলে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) পুলিশের গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১ উত্তরা ক্যাম্পের একটি দল তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আজ (২৮ সেপ্টেম্বর) র্যাবের কাছ থেকে আসামি মো. আবুল হোসেনকে বিশ্বম্ভরপুর থানা পুলিশ থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বণিক।
তিনি জানান, বাবুল হোসেন গাজীপুর বিজ্ঞ যুগ্ম দায়রা জজ (১ম আদালত), ময়মনসিংহের বিজ্ঞ যুগ্ম দায়রা জজ (১ম আদালত), ঢাকা যুগ্ম মহানগর দায়রা জজ (৩য় আদালত) ও গাজীপুর বিজ্ঞ যুগ্ম দায়রা জজ (অতিরিক্ত আদালত) আদালত থেকে সাজা পরোয়ানাভূক্ত আসামি।
পরবর্তীতে আইনি প্রক্রিয়ার জন্য আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।