তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস’র কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক রোববার (১৭ জুলাই) সকাল ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়সহ দেশের বিভিন্ন জেলার প্রশাসকের মাধ্যমে দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে ৪ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা চার দফা দাবি হচ্ছে, এক বছরের জন্য বন্যাকবলিত এলাকায় ট্রেড লাইসেন্স ফি মওকুফ করা, প্রান্তিক জনগোষ্ঠীর ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণের আবেদনে সিআইবি রিপোর্টার ফি বাতিল করা, বন্যাকবলিত এলাকায় প্রয়োজনভিত্তিক প্রশিক্ষণ প্রদান এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের মাধ্যমে বন্যাকবলিত এলাকায় গ্রুপ ঋণ প্রদান।
প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বন্যাকবলিত বিভাগীয় শহর সিলেট, ময়মনসিংহ ও রংপুরে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, গ্রাসরুটস কেন্দ্রীয় কমিটির জাতীয় সমন্বয়ক অনিতা দাশগুপ্তা (সিলেট), গ্রাসরুটস’র আজীবন সদস্য নাজনিন আনিসা (ময়মনসিংহ), কেন্দ্রীয় কমিটির সম্পাদক তাহমিনা আক্তার বিউটি (রংপুর), সদস্য সাবিহা সিদ্দিকা ও নাদিরা হোসেন রুপা (ঢাকা)।
এছাড়া দেশের সকল জেলা প্রশাসকের মাধ্যমে প্রেরিত স্মারকলিপি প্রদানকালে সকল জেলা কমিটির সভাপতি ও সম্পাদক এবং জেলার অবস্থানকারী কেন্দ্রীয় কমিটির সদস্যগণ নেতৃত্ব প্রদান করেন।