চাতলাপুর চেকপোস্ট পরিদর্শনে ভারতীয় ডেপুটি হাইকমিশনার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর চেকপোস্ট পরিদর্শন করলেন সিলেটস্থ ভারতীয় ভিসা কেন্দ্রে কর্মরত ভারতীয় হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার নিরোজ কুমার জেশওয়াল।

শনিবার (২৩ জুলাই) বিকাল ৪টায় তিনি চাতলাপুর চেকপোস্ট পরিদর্শন করেন।

চাতলাপুর চেকপোস্টের অভিবাসন কর্মকর্তা উপ-পরিদর্শক সামিউল ইসলাম ভারতীয় ডেপুটি হাই কমিশনারের এ অভিবাসন কেন্দ্র পরিদর্শনের সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি আকস্মিকভাবে এ পরিদর্শন করেন। এসময় তার সাথে ইমিগ্রেশন এন্ড পাসপোর্ট বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও কুলাউড়া থানার পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, করোনার কারণে আড়াই বছর ভারতের সাথে কয়েকটি উল্লেখযোগ্য স্থল অভিবাসন কেন্দ্রে খোলা থাকলেও বাকি সব যাত্রী পারাপারে বন্ধ ছিল। মাস দুই আগে সবগুলো স্থল অভিবাসন কেন্দ্র যাত্রী পারাপারে খোলা হলেও চাতলাপুরসহ মোট ১১টি বন্ধ ছিল। মাস খানেক আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সু-রক্ষা বিভাগ বন্দ থাকা ১১ টা স্থল অভিবাসন কেন্দ্রের সাথে যাত্রী পারাপারে চাতলাপুর স্থল অভিবাসন কেন্দ্র খোলে দেয়া হয়। হয়তো এ পথে যাত্রী যাতায়াতের সুবিধা অসুবিধা পর্যবেক্ষণে ভারতীয় ডেপুটি হাই কমিশনার আজ পরিদর্শনে আসেন বলে তিনি জানান।