চাঁদনী ঘাটে সম্মিলিত নাট্য পরিষদের বর্ষ বিদায় আজ

বিগত বছরগুলোর ন্যায় আজ ৩০ চৈত্র বৃহস্পতিবার সুরমা নদীর পাড় চাঁদনী ঘাটে ১৪২৯ বাংলাকে বিদায় জানিয়ে ও নববর্ষ ১৪৩০ বাংলা কে স্বাগত জানিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট।

আলী আমজদের ঘড়িঘর সংলগ্ন এলাকায় সন্ধ্যা পৌনে সাতটায় এই বর্ষ বিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান শুরু হবে।

বুধবার (১২ এপ্রিল) রাত দশটায় নাট্য পরিষদের মহড়া কক্ষে অনুষ্ঠানের প্রস্তুতি ও সাংগঠনিক বিষয়ে কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত। সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সহসভাপতি সুপ্রিয় দেব শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছ আহমেদ তন্ময়, অর্থ সম্পাদক অচিন্ত কুমার দে,নির্বাহী সদস্য তন্ময় নাথ তনু, আব্দুল বাসিত সাদাফ।

সভায় সাম্প্রতিক সময়ে শিশু ও নারীর প্রতি যৌন হয়রানি ও হেনস্থা প্রসঙ্গে কথাকলি সিলেটকে সাংগঠনিক সিদ্ধান্ত নিতে সর্বশেষ চিঠির বিষয়ে আলোচনা হয়। সভায় জানানো হয়, নাট্য পরিষদের ও সিলেটের নাট্যকর্মীদের সিদ্ধান্তের সাথে একমত হয়ে কথাকলি সিলেট তাদের সদস্য আমিনুল ইসলাম চৌধুরী লিটনকে বহিষ্কার করেন।

এসময় কথাকলি সিলেট এর এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে দলের সাংগঠনিক গতিশীলতা বজায় রেখে এগিয়ে যাওয়ার অনুরোধ করেন নাট্য পরিষদ নেতৃবৃন্দ।

সভায় সম্মিলিত নাট্য পরিষদের যৌথ সাংগঠনিক সিদ্ধান্ত বাস্তবায়নে পরবর্তী জরুরি সভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এদিকে প্রতি বছরের মতো এবারও ‘নৃত্যশৈলী’ বর্ষ বিদায়ের আ‌য়োজন ক‌রে‌ছে। ১৪২৯ বঙ্গাব্দের শেষ বি‌কে‌লে (১৩ এ‌প্রিল, বৃহস্প‌তিবার) নৃত্য‌শৈলীর স্থায়ী ক্যাম্পা‌সে বর্ষ বিদায় অনুষ্ঠান‌টি হ‌বে। এতে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।