চলমান পরিস্থিতিতে কেউ বিশৃঙ্খলা করলে দল থেকে বহিষ্কার: সিলেট যুবদল

চলমান পরিস্থিতিতে কেউ বিশৃঙ্খলা করলে দল থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছে সিলেট জেলা ও মহানগর যুবদল। সোমবার (১২ আগস্ট) দুপুরে নগরীর এক অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন দলটির শীর্ষ নেতারা।

সংবাদ সম্মেলনে যুবদল নেতৃবৃন্দ বলেন, ‘যুবদলের নেতাকর্মীরা সিলেট নগরী ও জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন এমনকি গ্রামে গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির পাহারা, বাড়ি-বাড়ি গিয়ে তাদের খোঁজ খবর নেয়াসহ প্রয়োজনীয় সহযোগিতা করে যাচ্ছেন। অতি উৎসাহী হয়ে কেউ বিশৃঙ্খলা করলে তাৎক্ষণিকভাবে দল থেকে বহিষ্কার করা হবে।’

তারা আরও বলেন, ‘শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে হামলা, লুটপাট, ভাঙচুর, ও অগ্নিসংযোগের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরেছে। বিক্ষুদ্ধ জনতা ও ষড়যন্ত্রকারীদের ইন্ধনে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে। তবে পূণ্যভূমি সিলেটের কোথাও এ ধরনের ঘটনার কোন সুনিদির্ষ্ট খবর পাওয়া যায়নি। এমনকি এসব অপ্রীতিকর ঘটনার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কিংবা আদর্শের নেতাকর্মীর কোন সম্পৃক্ততা নেই।’

প্রতিটি হত্যার সুষ্ঠু বিচার দাবি করে তারা বলেন, ‘এ আন্দোলনে সিলেট জেলায় যুবদলের ৭০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও অর্ধশত। এদের মধ্যে ১০ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। আহতদের চিকিৎসায় যথাযথ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এম ইলিয়াস আলী, ছাত্রনেতা ইফতেখার আহমদ দিনার, আনছার আলী, জুনেদ আহমদসহ নিখোঁজ সকল নেতাদের ফেরত পেতে অন্তর্বতীকালীন সরকারের সহযোগিতা কামনা করেন তারা।’

এসময় অন্তর্বতীকালিন সরকার স্বল্প সময়ের মাঝে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দেশ পরিচালনার সুযোগ করে দেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবন্দ।

এছাড়া বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের এক দফা দাবিতে শিক্ষার্থী, সাধারণ নাগরিক, শিল্পী-সাংবাদিকসহ শাহাদত বরণকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে তাঁদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেন তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সাধারণ সম্পাদক মীর্জা সম্রাট প্রমুখ।