চলতি বছরে লাখ ছাড়াল ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

ফাইল ছবি

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৬৫ জন।
রোববার (ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর হতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন মোট ৫৬৩ জন। আক্রান্ত হয়েছেন মোট এক লাখ ১৯৪ জন।