গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার হাজারো মানুষ প্রতিদিন চন্দরপুর-সুনামপুর সেতু দিয়ে যাতায়াত করে থাকেন। গত কয়েকদিন থেকে গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নে অবস্থিত চন্দরপুর-সুনামপুর সেতুর এপ্রোচ সড়কটি ধসে যায়। দিন দিন সেতুর দুদিকে ভাঙনের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। যার কারণে অনেকটা ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় মানুষকে। বিভিন্ন ভাবে মেরামতের চেষ্টা করেও টিকানো যায়নি ধসে যাওয়া অংশ।
সোমবার (১৮ জুলাই) সকালে চন্দরপুর-সুনামপুর সেতুর ধসে যাওয়া এপ্রোচ সড়কটি পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।
এসময় তিনি ধসে যাওয়া অংশ দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আবিদা সুলতানা, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, এস আই ফয়জুল করিম প্রমুখ।