ঘূর্ণিঝড় মোখা: সেন্টমার্টিন দ্বীপে ১২০০ ঘরবাড়ি লন্ডভন্ড

ঘূর্ণিঝড় মোখার আঘাতে কক্সবাজারের টেকনাফসহ উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তছনছ হয়ে গেছে সেন্টমার্টিন, শাহপরীরদ্বীপসহ কয়েকটি উপকূলীয় এলাকা। এরই মধ্যে সেন্টমার্টিন দ্বীপের ১২০০ ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। এতে আশ্রয়হীন হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষজন।

কক্সবাজার আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, ‌‘বিকাল ৩টার দিকে সেন্টমার্টিন ও টেকনাফ উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। এতে ওসব এলাকার ঘরবাড়ি, গাছপালা ও বিদ্যুতের খুঁটিসহ বিভিন্ন বাড়ি ঘর ভেঙে গেছে।তবে জলোচ্ছ্বাস হয়নি।’

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘সকাল থেকে তীব্র গতিতে বাতাস প্রবাহিত হওয়ায় দ্বীপের অনেক গাছপালা উপড়ে পড়েছে। ১২০০ বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে ঝড়ে এক নারীর মৃত্যুর কথা বলা হলেও তা সঠিক নয়। তবে তার অবস্থা আশঙ্কাজনক। কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি। ’বসতবাড়ির মানুষগুলো বর্তমানে আশ্রয় কেন্দ্রে রয়েছে। তাদের ব্যাপারে জেলা প্রশাসককে অবগত করেছি। পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী তাদের সহায়তা করা হবে।’

জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, ‘জেলার ১০ হাজার ঘরবাড়ি ভেঙে গেছে। এর মধ্যে দুই শতাধিক আংশিক, বাকিগুলো পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেন্টমার্টিন। এই দ্বীপের ১২০০ ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে।

এএইচএম/০১