বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শান্তিগঞ্জ উপজেলায় বজ্রঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৫ এপ্রিল) দুপুর ২ টায় উপজেলার পাগলা বাজার লস্কর মার্কেটে পশ্চিম পাগলার ২০টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেন দলটির নেতৃবৃন্দ।
শান্তিগঞ্জ ওলামা দলের সভাপতি মো. সজীব আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালেহ আহমদের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রশিদ আমিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান ও ওলামা দলের সমাজসেবা সম্পাদক আমিনুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মাস্টার শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, ইউপি সদস্য খলিলুর রহমান, যুবদল নেতা সাবলু আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা কিবরিয়া আহমদ, ছাত্রদল নেতা মানছুর আহমদ, পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আবু সাহিদ, সুনামগঞ্জ জেলা প্রজন্মদলের সভাপতি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সব্দেনুর আহমদ সাগর, উপজেলা প্রচার সম্পাদক সাইফুল রহমান প্রমূখ।