মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয়ে এসে এক ব্যক্তির ঘরের সিলিংয়ের উপর দৃশ্যমান হল বিশাল আকৃতির একটি অজগর সাপ। সাপটিকে দেখতে পেয়ে ঘরের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে খবর পেয়ে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ ওই বাসায় গিয়ে সিলিংয়ের উপর থেকে অজগর সাপটিকে উদ্ধার করেন।
রোববার (৭ এপ্রিল) সকালে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া গ্রামের আফতাব মিয়ার বাড়িতে এই সাপটি দৃশ্যমান হয়।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, ঘরের সিলিংয়ের সাথে ঝুলন্ত অজগর সাপ দেখে বাসার লোকজন খবর দিলে দ্রুততম সময়ের মধ্যে গিয়ে অক্ষত অবস্থায় সাপটিকে উদ্ধার করি। পরে সাপটিকে বনবিভাগ কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
সজল দেব আরও বলেন, পার্শবর্তী লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্যপ্রাণীদের খাবারের সংকট দেখা দেওয়ায় মাঝে মধ্যেই খাবারের সন্ধ্যানে বন থেকে বিরল প্রজাতির প্রাণীসহ বিভিন্ন প্রাণী বন ছেড়ে লোকালয়ে ছুটে আসছে। অনেক সময় অসচেতন কিছু মানুষের হাতে পড়ে এসব প্রাণীর মৃত্যুও হচ্ছে। আবার কিছু প্রাণী সড়ক পারাপার হতে গিয়ে চলন্ত গাড়ীর চাকায় পৃষ্ট হয়ে মারা যাচ্ছে।