গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ

গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো এবং নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবিতে সিলেটে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার উদ্যোগে আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সিলেট কোর্ট পয়েন্ট এর সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সভাপতি সিরাজ আহমদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, সিপিবি সিলেট জেলার সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহ্বায়ক কমরেড উজ্জ্বল রায় ও বাসদ জেলা সমন্বয়ক কমরেড আবু জাফর।

সিপিবি সদস্য মনীষা ওয়াহিদের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, সিপিবি জেলার সাধারণ সম্পাদক খায়রুল হাছান, বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সাধারণ সম্পাদক ডা. হরিধন দাশ, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য প্রসেনজিৎ রুদ্র প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি পেয়েছে। এতে সাধারণ মানুষ জীবন বাঁচাতে হিমশিম খাচ্ছে। যা মানুষের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলছে। বক্তারা অবিলম্বে চাল, ডাল, তেল, পেঁয়াজসহ প্রয়োজনীয় জিনিসপত্রেরর দাম কমানোর দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, অতীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন ছিল কালো টাকা আর পেশীশক্তির নির্বাচন। ভোট ডাকাতির নির্বাচন। তাই অবিলম্বে চলমান অবৈধ সংসদ ভেঙে দিয়ে তদারকি সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে চৌহাট্টা পয়েন্টে শেষ হয়।