দৈনিক মজুরি বৃদ্ধিসহ অন্যান্য চুক্তি বাস্তবায়নের দাবিতে সিলেটের গোয়াইনঘাটে কর্মবিরতি পালন ও মানববন্ধন করেছেন চা-বাগানের শ্রমিকরা।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাগান পঞ্চায়েত কমিটি ও চা-শ্রমিকদের আয়োজনে বৃহস্পতিবার (১১ আগস্ট) উপজেলার জাফলং ও ফতেহপুরের গুলনী চা-বাগানে পৃথকভাবে এ মানববন্ধন ও কর্মবিরতি পালন করা হয়। এতে দুটি বাগানের পঞ্চায়েত সভাপতি নিরঞ্জন গোয়ালা ও মৃত্যুঞ্জয় কুর্মিসহ পাঁচ শতাধিক চা-শ্রমিক অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, চা-শ্রমিকদের দৈনিক মজুরি ও অন্যান্য সুবিধা বৃদ্ধি কার্যকর করার জন্য বাংলাদেশ চা সংসদ ও বাগান মালিকপক্ষ শ্রমিকদের সাথে প্রতি দুই বছর পরপর চুক্তি সম্পাদন করে থাকে। অথচ গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে দুই বছর মেয়াদি চুক্তি শেষ হয়ে গেলেও নতুন করে তা আর সম্পাদন করা হয়নি।
তারা বলেন, চা-বাগানগুলোর মালিকপক্ষ দ্বিপক্ষীয় চুক্তি বাস্তবায়ন না করে আমাদের সাথে নানা টালবাহানা করছে। আমাদের মজুরি ১২০ টাকা থেকে ৩০০ টাকা করার দাবি অনেকদিনের। এই দাবির প্রেক্ষিতে তারা ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। আমরা তাদের এ প্রস্তাব মানি না। কারণ ১৩৪ টাকা দিয়ে একজন শ্রমিকের পরিবার চলতে পারে না। তাই বর্তমান বাজারে দ্রব্যমূল্যের সঙ্গে সঙ্গতি রেখে চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকায় উন্নীত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছি। অন্যথায় আগামী ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করা হবে। আর দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত চা-শ্রমিকদের এ আন্দোলন চলবে।