আজ (১২ ডিসেম্বর) গোলাপগঞ্জ মুক্ত দিবসে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার পৌর শহরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে থেকে প্রথমে র্যালী বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলার সাবেক কমান্ডার আলহাজ্ব শফিকুর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক গোলাম দস্তগীর খান ছামিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা, সাবেক সচিব শমশের মুবিন চৌধুরী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকমল আলী, সাবেক কমান্ডার আব্দুল মুতলিব, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জিল্লুর রহমান, কাউন্সিলর ফজলুল হক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মঞ্জিল আহমদ, ফজলুর রহমান, আলেক আহমদ, শাহীন আহমদ প্রমুখ।
র্যালীতে অংশ গ্রহণ করেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি অভিজিৎ চৌধুরী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নুরুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এবং বীর মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।