গোলাপগঞ্জে ৯৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, ৩ স্থরের নিরাপত্তাবলয়

রাত পোহালেই অনুষ্ঠিত হবে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১০২টি ভোট কেন্দ্রে বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৯৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে নেওয়া হয়েছে। এই ৯৩টি কেন্দ্রের দিকে বিশেষ নজর থাকবে প্রশাসনের।

এদিকে মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম প্রেরণ করা হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান জানান, নির্বাচনের দিন পুরো উপজেলাজুড়ে ৩ স্থরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ৩জন জুডিশিয়াল, ৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ ১০২টি কেন্দ্রে আনসার, বিজিবি ও পুলিশের ৭৭৮জন সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

নির্বাচনে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থর মঞ্জুর কাদির শাফি এলিম ও অপরজন ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজের সাবেক ভিপি ঘোড়া প্রতীকের সফিক উদ্দিন।