সিলেটের গোলাপগঞ্জ থেকে ১৮৬ বস্তা ভারতীয় চিনিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় পৌর শহরের সিলেট-জকিগঞ্জ সড়কের গ্যাস ফিল্ডের সামনে থেকে চেকপোস্ট বসিয়ে চিনিসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার মুজাফফর পুর গ্রামের মো. হাসন আলী শেখের ছেলে মো. সবুর আলী শেখ (৩৫) এবং একই থানার মো. হোসেন আলী শেখের ছেলে মো. কাউসার আলী শেখ (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে একটি ট্রাক (বগুড়া-ট-১১-০৭৫০) থামিয়ে তল্লাশী করলে গাড়িতে থাকা অবৈধভাবে নিয়ে আসা ভারতীয় ১৮৬ বস্তা চিনিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। পলাতক আসামি আব্দুল হক ও আলমের মাধ্যমে শুল্ক ও কর ফাঁকি দিয়ে ভারতীয় চিনি এনে সিলেটের বিভিন্ন বাজারে বিক্রি করা হয় বলে গ্রেপ্তারকৃত আসামিরা জানায়।
পরবর্তীতে গোলাপগঞ্জ থানার উপপরিদর্শক ফায়াজ উদ্দিন ফয়েজ বাদি হয়ে আসামিদের বিরুদ্ধে একটি মামলা (মামলা নং: ১৮, তাং: ৩০/৯/২৩ইং) দায়ের করেন।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম আসামিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।