সিলেটের গোলাপগঞ্জে রোগী সেজে এ্যাম্বুলেন্সে করে ইয়াবা বিক্রি করতে যাওয়ার সময় এ্যাম্বুলেন্সের চালকসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
বুধবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চৌঘরী বাজারের সামনে থেকে এ্যাম্বুলেন্স গাড়ি তল্লাশী করে ইয়াবা ও এ্যাম্বুলেন্সের চালকসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- জকিগঞ্জ উপজেলার অজরপাড়া গ্রামের মফজ্জিল আলীর ছেলে আতাউর রহমান আতা (৫২), একই উপজেলার পূর্ব লোহার মহল গ্রামের মৃত তছির আলীর ছেলে বেল্লাল আহমদ (৪৩) ও পলাশপুর গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে মাসুদ আহমদ (৪২)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চৌঘরী বাজারের সামনে জকিগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে ইয়াবা বিক্রি করতে যাওয়ার সময় একটি এ্যাম্বুলেন্স (মেট্রো- চ- ৭৪-০১২৩) থামিয়ে তল্লাশী চালালে গ্রেপ্তারকৃতদের পকেট থেকে ১৮’শ পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় এ্যাম্বুলেন্স চালকসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের আগামীকাল বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হবে।