গোলাপগঞ্জে রাত ৮টা বাজতেই নামলো দোকানের সাটার

বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ে সরকারি নির্দেশনা মুতাবেক গোলাপগঞ্জে রাত ৮টা বাজতেই নামলো দোকানের সাটার। বন্ধ করা হয়েছে সব ধরণের বেশিরভাগ দোকানপাট।

রোববার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোলাপগঞ্জ বাজারে গিয়ে দেখা যায়, শুধু মাত্র ফার্মেসী ও রেস্টুরেন্ট ব্যতীত অন্যান্য বেশিরভাগ দোকানপাট বন্ধ করা হয়েছে। বাকি দোকানপাটও বন্ধে করছেন ব্যবসায়ীরা।

এদিকে শনিবার বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ে গোলাপগঞ্জ উপজেলার জনপ্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে প্রত্যেকটি বাজারের প্রতিনিধিদের দোকানপাট বন্ধের নির্দেশ দেওয়া হয়। এরপর থেকে বাজার বণিক সমিতির নেতৃবৃন্দরা বাজারে বাজারে মাইকিং করে দোকানপাট বন্ধের ঘোষণা দেন।

গোলাপগঞ্জ বাজারের ব্যবসায়ী জনি আহমদ বলেন- যেহেতু সরকারি নির্দেশনা তাই দোকান বন্ধ করে দিয়েছি। যতদিন বিদ্যুৎ স্বাভাবিক না হচ্ছে ততদিন সরকারি নির্দেশনা মেনে চলার চেষ্টা করব।

গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ বলেন- বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ে সরকারি নির্দেশনা মুতাবেক আজ রাত ৮টার পর থেকে গোলাপগঞ্জ বাজারে ফার্মেসী ও রেস্টুরেন্ট ব্যতীত বাকি সব ধরণের দোকানপাট বন্ধ করা হবে। গতকাল আমরা মাইকিং করে ব্যবসায়ীদের সরকারি নির্দেশনার কথা জানিয়ে দেই।