গোলাপগঞ্জে গ্রীণ হেলথ মেডিকেল ফাউন্ডেশন ও টিম অন্বেষণ এর যৌথ উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলার বাঘা ইউনিয়নের চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে তাদের মাঝে বৃত্তি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে গ্রীণ হেলথ মেডিকেল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডা. ফাহিম মো. তাজওয়ারের সভাপতিত্বে ও মাহমুদুজ্জামান শাহেলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রাকিব রাবেয়া মেডিকেল হাসপাতালের চিকিৎসক ডা. আরিফ আফজাল, চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য বাহা উদ্দিন, তরুণ সমাজসেবক রুহুল হাসান, শিক্ষানুরাগী হাবিবুর রহমান। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইমাদ মো. তাজওয়ার।
এছাড়া উপস্থিত ছিলেন, দি মেমোরিয়াল ইসলামি একাডেমির প্রধান শিক্ষক ফয়জুর রহমান সুমন, হাজেরা প্রি-ক্যাডেট ইসলামি একাডেমির প্রধান শিক্ষক দি নিরেন্দ্র নাথ, কয়েছ আহমেদ একাডেমির সহকারী শিক্ষক মখছুছুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৩জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তি প্রদান করা হয়।