গোলাপগঞ্জে মিথ্যা মামলায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন

গোলাপগঞ্জে বাঘা ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী নুরুল আমিনের বিরুদ্ধে মিথ্যা মামলা ও বিভিন্ন অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় সর্বস্থরের জনসাধারণ।

রোববার (৭ আগস্ট) বাদ আসর উপজেলার বাঘা ইউনিয়নের পরগণা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইউপি সদস্য কামাল আহমদের সভাপতিত্বে ও কাওছার আহমদ হোসেনের পরিচালনায় মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম, বিশিষ্ট মুরব্বি আব্দুর রউফ, ভুক্তভোগী নুরুল আমিন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরান আহমদ, তাফসির কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শামিম আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, পরগনা বাজার উত্তর শাহী জামে মসজিদের সভাপতি আব্বাস উদ্দিন।

শুরুতে কোরআন তেলাওয়াত করেন আল মাদানি আজমল মিয়া ট্রাস্টের সাধারণ সম্পাদক মাওলানা আমির উদ্দিন জালালী।

এসময় বক্তারা বলেন, নুরুল আমিন এই এলাকার সব ভালো কাজে সবার আগে থাকেন। জায়গা জমি নিয়ে উনার চাচা উস্তার আলীর সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। নুরুল আমিনকে ঘায়েল ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এই মিথ্যা মামলা দায়ের করেছেন তিনি। বক্তারা অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

মানববন্ধনে বাঘা ইউনিয়নের সর্বস্থরের জনসাধারণ উপস্থিত ছিলেন।