গোলাপগঞ্জে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

সিলেটের গোলাপগঞ্জে অবৈধভাবে মাটি কাটা এবং পরিবহনের অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপজেলার পৌর এলাকার স্বরস্বতী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী।

জানা যায়, অভিযানে অবৈধভাবে মাটি কাটা এবং পরিবহনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এ ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। অভিযানে সহায়তা করে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ।

অভিজিৎ চৌধুরী বলেন, অবৈধভাবে মাটি ও টিলা কাটার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।