গোলাপগঞ্জে পুষ্টি সংবেদনশীল সামাজিক সুরক্ষা বিষয়ক মৌলিক প্রশিক্ষণ

সিলেটের গোলাপগঞ্জে ‘সূচনা অপুষ্টি চক্র প্রতিরোধে একটি প্রয়াস’ স্লোগানে এফসিডিও ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতায়, আরডিআরএস বাংলাদেশ সূচনা কর্তৃক ইউনিয়ন পরিষদের সাথে পুষ্টি সংবেদনশীল সামাজিক সুরক্ষা বিষয়ক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুন) দুপুর ২টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়।

ঢাকাদক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান এস এম আব্দুর রহিমের সভাপতিত্বে ও সূচনার গভর্নেন্স কমিউনিটি ডেভেলপমেন্ট কর্মকর্তা সেলিম রেজার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল হক।

এসময় উপস্থিত ছিলেন- সচিব মো. মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য সেলিম আহমদ, রাজু আহমদ, মো. রেজাউল করিম, আব্দুর রউফ, শেখ মখবিন আলী, মাহমুদুল হাসান বাচ্চু, আব্দুর রহিম, সংরক্ষিত মহিলা সদস্য মিনা বেগম, সুফিয়া বেগম, আফছারুন খাতুন, হিসাব সহকারী খাদিজা আক্তার পপি, এফএফ রুমি বেগম প্রমুখ।