গোলাপগঞ্জে নজর কাড়ছে ইংল্যান্ডের ‘গিটার লাউ’

সিলেটের গোলাপগঞ্জে সৈয়দ আবু বক্কর নামে এক ব্যক্তির জমিতে চাষ করা হয়েছে ইংল্যান্ডের ‘গিটার লাউ’। গিটার লাউ নাম না হলেও দেখতে গিটারের মতো হওয়ায় তিনি এই লাউয়ের নাম দিয়েছেন ‘গিটার লাউ’।

সরেজমিনে উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের কদমরসুল গ্রামে গিয়ে দেখা যায় এ লাউয়ের চাষ। লাউটি উপজেলায় ইতোমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

জানা যায়, ১ বছর আগে ইংল্যান্ড থেকে বোনের পাঠানো লাউয়ের বীজ নিজের পতিত জমিতে রোপণ করেন সৈয়দ আবু বক্কর। ইংল্যান্ডের লাউয়ের বীজ দেশের মাটিতে রোপণ করলে ফলন কেমন হবে তা নিয়ে সন্দেহ ছিল তার। তবে প্রথম বছর রোপণের পর ফলন হয়।

এরই ধারাবাহিকতায় এ বছর ৫ শতক জমিতে তিনি এ লাউ রোপণ করেন। ইতোমধ্যে তিনি কয়েক হাজার টাকার লাউ বিক্রিও করেছেন। স্থানীয়রা অনেকটা শখ করে এ লাউ কিনে নিয়ে যাচ্ছেন। বাজারে বিক্রি করতেও দেখা গেছে।

সৈয়দ আবু বক্করের কাছ থেকে ‘গিটার লাউ’ নিয়ে যাওয়া সামিল হোসেন বলেন, এরকম লাউ আগে কখনো দেখিনি। দেখতে খুবই সুন্দর। বাড়িতে নিয়ে যাওয়ার পর বাড়ির নারীরা আশ্চর্য হয়ে যান! রান্না করার পর দেখা যায় খুবই সুস্বাদু।

সৈয়দ আবু বক্কর বলেন, আমার বোন যখন লন্ডন থেকে এ লাউয়ের বীজ পাঠান তখন রোপণ করি। সন্দেহ হয় আমাদের দেশের মাটিতে এ লাউয়ের চাষ হবে কি না। তবে রোপণ করার পর দেখলাম ফলন হয়েছে। তবে দেখতে আমাদের দেশের লাউয়ের মতো নয়। অবিকল গিটারের মতো। তাই আমি এটির নাম দিয়েছি ‘গিটার লাউ’।

তিনি বলেন, এ বছর ৫ শতক জমিতে এ লাউ রোপণ করেছিলাম। ভালো ফলন হয়েছে। ইতোমধ্যে কয়েক হাজার টাকার লাউ বিক্রিও করেছি। প্রথমে শখের বসে চাষ করলেও ফলন ভালো হওয়ায় ও মানুষের চাহিদা থাকায় আগামীতে বৃহৎ আকারে বাণিজ্যিকভাবে এই লাউ করার চিন্তা-ভাবনা রয়েছে। এজন্য উপজেলা কৃষি অফিসের সহযোগিতা কামনা করছি।

উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান বলেন, এ ধরনের লাউয়ের খবর শুনছি। এর বীজ তিনি ইংল্যান্ড থেকে এনেছেন। তিনি চাইলে আমরা পরামর্শসহ ও সর্বাত্মক সহযোগিতা করবো।