গোলাপগঞ্জে ডাবল মার্ডারের আসামিদের গ্রেপ্তারের দাবি

সিলেটের গোলাপগঞ্জে আলোচিত দুটি হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রকৃত আসামিদের গ্রেপ্তারের দাবিতে নিহত তারিফ-সুফিয়ান স্মৃতি পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ২টায় পৌর শহরের চৌমুহনীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় মুরব্বি আব্দুল মন্নানের সভাপতিত্বে ও রাহি আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন, পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদ, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আলেকুজ্জামান আলেক, আব্দুস সালাম, জিয়া উদ্দিন, সুহেদ আহমদ, আরিফুজ্জামান আরিফ, মাওলানা আব্দুর রব ও এনাম আহমদ।

মানববন্ধনে বক্তারা বলেন, আজ থেকে এক বছর আগে পৌর এলাকার নুরুপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে ডাবল মার্ডারের এক বছর অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে না। আসামিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিভিন্ন ছবি পোস্ট করছে কিন্তু রহস্যজনকভাবে পুলিশ তাদের খুঁজে পাচ্ছে না।

এ সময় বক্তারা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে যদি তারিফ রহমান ও আবু সুফিয়ান হত্যার মূল আসামিদের গ্রেপ্তার করা না হয় তাহলে আগামীতে কঠোর কর্মসূচির ডাক আসবে।

মানববন্ধনে সর্বস্তরের প্রায় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।