সিলেটের গোলাপগঞ্জে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) দুপুর ১টায় পৌর অডিটোরিয়ামে পৌরসভার উদ্যোগে এ নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেলের সভাপতিত্বে ও জিয়া উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন, পৌরসভার প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, কাউন্সিলর এম. ফজলুল আলম, নজরুল ইসলাম।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- পৌরসভার প্যানেল মেয়র জহির উদ্দিন, কাউন্সিলর জামেল আহমদ চৌধুরী, রুহিন আহমদ খান, জাহেদ আহমদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শেফা বেগম, মনোয়ারা বেগম প্রমূখ।
বিতরণ অনুষ্ঠানে পৌরসভার ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক মানুষের মধ্যে নগদ ৩ হাজার টাকা ও ১৬০ জনকে অসহায়কে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।