সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত নাজমুল ইসলাম ও মিনহাজ উদ্দিন হত্যা মামলায় ৪৩৪ জনকে আসামি করে আরও ২টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের।
নিহত নাজমুল ইসলামের বাড়ি উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্ত গ্রামে৷ রোববার রাতে সাড়ে ৮টার দিকে তার স্ত্রী খাদিজা মাহিনুর বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় ১১৯ জনের নামোল্লেখ ও অজ্ঞাত ১০০/১১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। (মামলা নং: ১০ তাং: ২৫/৮/২০২৪ইং)৷
এছাড়া নিহত মিনহাজ উদ্দিনের বাড়ি উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামে। রোববার দিবাগত রাতে সাড়ে ১২ টার দিকে তার ভাই সাঈদ আহমদ বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় ৫৫ জনের নামোল্লেখ ও অজ্ঞাত ১০০/১৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। (মামলা নং: ১১ তাং: ২৬/৮/২০২৪ইং)।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত হোন নাজমুল ইসলাম ও মিনহাজ উদ্দিন। এরআগে গত ২৩ আগস্ট নিহত গৌছ উদ্দিনের ভাতিজা রেজাউল করিম বাদি হয়ে ৩৮৪ জনকে আসামি করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।