সিলেটের গোলাপগঞ্জে ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হানিফ খান কর্তৃক সেবাপ্রত্যাশী যুবক কামরুজ্জামান মাসুদকে মারধর-তালাবদ্ধ করে রাখার ঘটনায় চেয়ারম্যানের পদত্যাগ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (২৫ জুলাই) বিকেল ৩টায় ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ বাজারে ব্যবসায়ী ও ইউনিয়নের নাগরিকবৃন্দের অংশগ্রহণ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মকর মিয়ার সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলমের পরিচালনায় বক্তব্য রাখেন- কাদির মিয়া, মবু মিয়া, এমরান খান, ছালো মিয়া, ময়নুল ইসলাম, রাজু আহমদ, সুয়েব আহমদ, লিমন আহমদ, রিমন আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন- ফুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হানিফ যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন ইউনিয়নের ইতিহাসে এমন ঘটনা খুঁজে পাওয়া যাবেনা। একজন জনপ্রতিনিধির কাছ থেকে আমরা এমন ঘটনা কখনো কামনা করিনা। দেশ-বিদেশে তিনি ফুলবাড়ি ইউনিয়নের ইজ্জত নষ্ট করেছেন। তার মত অযোগ্য, সন্ত্রাসী চেয়ারম্যান আমরা চাই না। অতিসত্বর তাকে পদত্যাগ করতে হবে এবং আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে তার বিরুদ্ধে চলমান আন্দোলন অব্যহত থাকবে।
মানববন্ধনে কয়েক শতাধিক ব্যবসায়ী ও ফুলবাড়ি ইউনিয়নের নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।