সিলেটের গোলাপগঞ্জে ফাহিম আহমদ (১৭) নামের সেই কিশোর নিখোঁজ হয়নি। ফেসবুকে সরব রয়েছে সে।
বিষয়টি বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক হাফিজুর রহমান।
হাফিজুর রহমান বলেন- ‘তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা নিশ্চিত হই যে সে ভোলা সদরের উকিলপাড়ার শাপলা হোটেলে গত ৩০ জুন উঠে। এরপর সেখানে ৩ জুলাই সকাল পর্যন্ত সে অবস্থান করে। সেখানে অবস্থানকালে সে নিজ নামে আইডি খুলে ফেসবুকে ছবি পোস্ট করছে।’
তিনি আরও বলেন, ‘শাপলা হোটেলের ম্যানেজার জুলহাস মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান রুম ভাড়া নেওয়ার সময় তাকে জিজ্ঞেস করলে সে বলে বাড়ি থেকে তার মা-বাবাকে বলে সেখানে না কি বেড়াতে গেছে। বেড়াতে গিয়ে থাকার জন্য সে রুম ভাড়া নেয়। বর্তমানে সে শ্যামপুর কদমতলীতে অবস্থান করছে বলে জানান তিনি। এরআগেও গত রমজানে এভাবে সে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর ৭দিন পর সে বাড়িতে আসে।’
উল্লেখ্য, গত (২৫ জুন) রোববার দুপুর ১২টার দিকে গরু বিক্রির টাকা আনতে উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের শীলঘাট গ্রামে যায় ফাহিম। এরপর দুপুর আড়াইটার দিকে যে ব্যক্তি গরু কিনেছেন তিনি ঢাকাদক্ষিণ বাজারে একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ফাহিমের হাতে ৫০ হাজার টাকা দেন। বিষয়টি তাৎক্ষণিক ফাহিম তার বাবাকে জানায়। এরপর থেকে সে টাকা সহ আর বাড়ি ফেরেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি পরিবার।
এঘটনায় ফাহিমের পিতা বিলাল উদ্দিন সোমবার (৩ জুলাই) গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামের মো. বিলাল উদ্দিনের ছেলে।