গোয়াইনঘাটে চোরাই ভারতীয় ঔষধসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোরে উপজেলার ফতেপুর ইউনিয়নের গোসাইপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, বিন্নাকান্দি গ্রামের আব্দুল জলিলের ছেলে কাদির আজাদ (২২) ও বড়নগর গ্রামের মৃত আহমদ আলীর ছেলে দুলাল আহমেদ (২৮)। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার ফতেপুর ইউনিয়নের গোসাইনপুর গ্রামের সব্বির মহাজনের বাড়ীর সামনে ফতেপুর-ধোপাগুল সড়কে পুলিশের চেকপোস্টে একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিক্সা আটক করা হয়। পরে তল্লাশী চালিয়ে অটোরিক্সা থেকে প্রায় ৮ লক্ষাধিক টাকা মূল্যের অবৈধভাবে পাচার করে আনা ভারতীয় বিভিন্ন প্রকারের ঔষধ উদ্ধার করা হয়। এ সময় চোরাচালানের সাথে জড়িত দুজনকে গ্রেফতার করা হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।