গোয়াইনঘাটে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

সিলেটের গোয়াইনঘাটে উপজেলা পরিষদ কার্যালয়ের নিকটবর্তী আবাসিক এলাকার অধিবাসীদের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা জনস্বাস্থ্য ও বিশুদ্ধ পানি সরবরাহ বিষয়ক স্থায়ী কমিটির আয়োজনে এবং জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সী (জাইকা)’র সহযোগিতায় অনুষ্ঠিত এ বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান।

এ সময় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন- গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ।

এতে উপজেলার বিভিন্ন স্তরের জন প্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মশালায় বর্জ্য ব্যবস্থাপনার সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রকল্প কার্যক্রম উপস্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিলুর রহমান।