গোয়াইনঘাটে প্রকৃতির নিরাপদ আশ্রয়ে বিশাল আকৃতির অজগর

গোয়াইনঘাটে উদ্ধারকৃত বিশাল আকৃতির অজগর সাপ জেলা পুলিশের তৎপরতায় প্রকৃতির নিরাপদ আশ্রয়ে ফিরে গেছে।

পুলিশ জানায়, রোববার (১০ সেপ্টেম্বর) সকালে গোয়াইনঘাট থানাধীন ১নং রুস্তমপুর ইউনিয়নের বীরমঙল হাওর মাটিকাপা গ্রামে মোহাম্মদ আলীর পুকুর পাড়ে সাত ফুট লম্বা বিশাল আকৃতির অজগর সাপ ধরা পড়ে।

খবর পেয়ে তাৎক্ষণিক গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অজগর সাপটিকে নিজেদের হেফাজতে নেয়। পরবর্তীতে উদ্ধারকৃত অজগর সাপটি যেন প্রকৃতির নিরাপদ আশ্রয় লাভ করতে পারে সেজন্য বন বিভাগ কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

বন বিভাগের পক্ষে মো. আব্দুল মালেক অজগর সাপটি গ্রহন করেন।