সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তিনদিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকালে বিয়াম ল্যাবরেটরী স্কুল মাঠে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং ফ্লাডগেট রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি এসিসটেন্স প্রজেক্টের (ফ্রিপ) অর্থায়নে তিনদিন ব্যাপি এ মেলার সমাপনী অনুষ্ঠান হয়।
সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভায় গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মো. রায়হান পারভেজ রনি’র সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসের উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন কৃষ্ণ রায়’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাটের সহকারি কমিশনে (ভূমি) মো. সাইদৃল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. জামাল খান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. মিনহাজ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ১৩টি ইউনিয়নের কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলার সেরা ১০ জন শ্রেষ্ঠ কৃষক এবং মেলায় সেরা ৫ স্টলকে পুরস্কার প্রদান করেন আমস্ত্রীত অতিথিবৃন্দ।
প্রতিনিধি, গোয়াইনঘাট, সিলেট
১৭:৩৫