গোয়াইনঘাট থানায় দায়েরকৃত হত্যা মামলার ২ পলাতক আসামিকে গোলাপগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (২৮ ডিসেম্বর) গভীর রাতে গোলাপগঞ্জের হেতিমগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেপ্তার করা হয়।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সদর দপ্তর, সিলেট হতে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন, গোয়াইনঘাট উপজেলার দ্বারীখেল এলাকার সিরু মিয়ার ছেলে কালা মিয়া (৩০) ও কালা মিয়ার স্ত্রী সলিমা বেগম (২৮)।
আসামিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেপ্তারের লক্ষ্যে র্যাবের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।