ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রস্তাবিত ছয় সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি গ্রহণের জন্য ইসরাইলকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
রবিবার (৩ মার্চ) যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন। গাজায় চরম মানবিক বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে উপত্যকায় অন্তত ছয় সপ্তাহের যুদ্ধবিরতি অবিলম্বে দরকার- বলে উল্লেখ করেন তিনি।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, কমলা হ্যারিস তার বক্তব্যে গাজায় অপর্যাপ্ত ত্রাণসহায়তা নিয়ে ইসরাইলের সমালোচনা করেছেন। গাজায় ত্রাণ সরবরাহ বাড়াতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের প্রতি কড়া ভাষায় আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, ‘ত্রাণসহায়তার প্রবাহ উল্লেখযোগ্যভাবে বাড়াতে ইসরাইল সরকারকে অবশ্যই আরও কিছু করতে হবে। এক্ষেত্রে কোনো অজুহাত চলবে না। ‘
ইসরাইলকে নিয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোনো কর্মকর্তার সবচেয়ে কড়া মন্তব্য এটি।
যদিও এর আগে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেছেন, প্রস্তাবিত চুক্তিটি মোটামুটি মেনে নিয়েছে ইসরাইল।
যুদ্ধবিরতির প্রস্তাবে বলা হয়েছে, হামাস যদি সবচেয়ে দুর্বল-অরক্ষিত জিম্মিদের মুক্তি দিতে রাজি হয়, তবে ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতি হবে।
হ্যারিস তার বক্তব্যে হামাসকেও প্রস্তাবিত চুক্তিটি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, চুক্তির আওতায় জিম্মিরা মুক্তি পাবেন, গাজায় উল্লেখযোগ্য পরিমাণে ত্রাণ পৌঁছানো সম্ভব হবে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকেই গাজায় হামলা শুরু করে ইসরাইল। হামাস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গাজায় ইসরাইলি হামলায় ৩০ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।