অধিকৃত গাজায় ইসরাইলের বিমান হামলায় অন্তত ১৩ জিম্মি নিহত হয়েছেন বলে দাবি করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। গত ২৪ ঘণ্টার হামলায় বিদেশিসহ এসব জিম্মির মৃত্যু হয়েছে বলে দাবি করেছে হামাসের সামরিক শাখা।
শুক্রবার (১৩ অক্টোবর) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
হামাসের সামরিক শাখা ইজজেদিন আল-কাসাম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, ইসরাইলি বিমান হামলায় ছোড়া বোমার আঘাতে বিদেশিসহ ১৩ জিম্মি নিহত হয়েছেন। ভিন্ন ভিন্ন পাঁচ স্থানে বিমান হামলায় তাদের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, শনিবার (৭ অক্টোবর) ইসরাইল আক্রমণ করে প্রায় ১৫০ জনকে জিম্মি করেছে হামাস যোদ্ধারা। তাদের গাজায় নিয়ে যাওয়া হয়েছে। হামাস বলেছে, যদি গাজার সাধারণ মানুষের ওপর বিমান হামলা বন্ধ করা না হয় তাহলে জিম্মিদের হত্যা করা হবে।
হামাসের এই হুমকির পর যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব গ্রান্ট শ্যাপস আইটিভিকে বলেছিলেন, হামাসের দাবিগুলো খুব ‘সতর্কতা’র সঙ্গে বিবেচনা করতে হবে। তবে এটি ‘গভীর উদ্বেগের’ বিষয়।
চলমান সংঘাতে ছয় দিনে গাজায় ছয় হাজার বোমা নিক্ষেপ করেছে ইসরায়েল। তাদের হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ১ হাজার ৫০০ ছাড়িয়েছে। চার লাখ ২৩ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। অপর দিকে ইসরাইলে হামাসের হামলায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৩০০ জন।