বাংলাদেশের আকাশে মঙ্গলবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী বৃহস্পতিবার (১১ এপ্রিল) দেশে ঈদুল ফিতর উদযাপন হবে। তবে ওইদিন ঈদ আনন্দে বাধ সাধতে পারে গরম। দাবদাহ স্বস্তি কেড়ে নিয়ে মানুষের ঈদ আনন্দের দিনটিকে ম্লান করে দিতে পারে।
আবহাওয়াবিদেরা জানিয়েছেন, ঝড়-বৃষ্টি শেষে আগামী দু-তিন দিন তাপমাত্রা বৃদ্ধির ধারা অব্যাহত থাকতে পারে। এসময়টা থাকতে পারে প্রায় বৃষ্টিহীন। ঈদের দিনের আবহাওয়া কেমন থাকবে- জানতে চাইলে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, আগামী দু-তিন দিন বৃষ্টির সম্ভাবনা কম। তবে একেবারে যে হবে না সেটাও বলা যায় না। অনেক সময় স্থানীয়ভাবে সেল (মেঘ) তৈরি হয়ে সেটা থেকে ঝড়-বৃষ্টি হয়ে যেতে পারে। তবে সে সম্ভাবনাটা কম। ঈদের সময় দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ থাকবে জানিয়ে তিনি বলেন, ব্যাপকভাবে তাপপ্রবাহ থাকবে না। ঈদের দিন ঢাকায় বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত দেখছি না। আগামী দু-তিন দিন বৃষ্টিপাতের সে রকম কোনো সম্ভাবনা নেই।