গণমাধ্যম হচ্ছে দেশকে এগিয়ে নেয়ার হাতিয়ার : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, গণমাধ্যম হচ্ছে দেশকে এগিয়ে নেয়া সবচেয়ে বড় হাতিয়ার। তবে গণমাধ্যমে টুইস্ট করা বাদ দিয়ে সত্যি কথা বললে দেশের অনেক উপকার হবে।

তিনি বলেন, গণমাধ্যম কর্মীদের সরকারের ভুল ধরার সাহস রয়েছে, তাই সরকার সাংবাদিকতাকে উৎসাহ প্রদান করে। নিজেদের কাটতি বাড়ানোর জন্য গণমাধ্যম অনেক সময় ট্যুইস্ট করে উল্লেখ করে তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে স্বাগত জানান।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ‘বাংলাদেশে প্রাণিসম্পদ খাত : সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, পৃথিবী এখন মিথেল গ্যাসের ব্যাবহার কমাচ্ছে। আমরাও সে চেষ্টা করছি।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প ও পরিপ্রেক্ষিত দিনব্যাপী এই বিভাগীয় মিডিয়া কর্মশালার আয়োজন করে। প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক মাইস্লাম রাজেশের পরিচালনা কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মনির।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সনামধন্য সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল।

কর্মশালায় সাংবাদিক ও প্রাণিসম্পদ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।