গণভবনে যাচ্ছেন সিলেটের ৬০ নারী নেত্রী

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি হতে আওয়ামী লীগের মনোনয়ন কিনেছিলেন সিলেট বিভাগের ৬০ নারী নেত্রী। বুধবার (১৪ ফেব্রুয়ারি) গণভবনে আওয়ামী লীগ সভাপতির সঙ্গে সাক্ষাতে ডাক পেয়েছেন তারা।

শনিবার (১০ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়েছে।

ওইদিন সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মোট মনোনয়ন প্রত্যাশী ১ হাজার ৫৪৯ জনের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সিলেট বিভাগ থেকে ৬০ জন সংগ্রহ করেছেন। এর মধ্যে রয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র প্রয়াত বদরউদ্দিন আহমদ কামরানের স্ত্রী ও নগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীমের স্ত্রী জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাজনীন হোসেন, সিলেট জেলা প্রেস ক্লাব সভাপতি ও জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাসিনা বেগম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য ড. নাজিরা চৌধুরী, কেন্দ্রীয় যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি ডেইজি সারোয়ার, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য সাবিনা আনোয়ার, প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের পুত্র ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আজিজুস সামাদ আজাদ ডনের স্ত্রী মুমতাহিনা ঋতু, সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অ্যাড. শামছুন নাহার শাহানা, জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুটের স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুসনা হুদাসহ ৬০ নারী প্রার্থী।