গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করছে বিএনপি : কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না। বিএনপি আন্দোলন করছে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিতে, ১০ দফা দাবী বাস্তবায়ন করে সুশাসন নিশ্চিত করতে।

তিনি বলেন, বিএনপি জনগণের কথা বলে, তাই বিএনপির কর্মসূচিতে হাজার হাজার মানুষ স্বপ্রণোদিত হয়ে অংশ নিচ্ছে। এই জনগণকে সাথে নিয়েই আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সরকারের পতন নিশ্চিত করে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নগরীর একটি হোটেলে ২৫ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী সিলেট জেলা বিএনপির পদযাত্রা সফল করতে জেলা বিএনপি আয়োজিত যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, বিএনপির আন্দোলনে জনসম্পৃক্ততা দেখে সরকার দিশেহারা হয়ে পড়েছে। তারা এখন বিএনপির কর্মসূচি দিলে পাল্টা কর্মসূচি দেয়। কিন্তু সাধারণ মানুষ শতষ্ফূর্তভাবে বিএনপির কর্মসূচিতে অংশগ্রহন করে। সময় আর বেশী বাকি নেই, এই সরকারের পতন অনিবার্য।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপি নেতা এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, নূরুল আলম সিদ্দিকী খালেদ, আনোয়ার হোসেন মানিক, গোলাম রাব্বানী, এডভোকেট আবু তাহের, এডভোকেট আল আসলাম মুমিন, কোহিনুর আহমদ, এডভোকেট মুমিনুল ইসলাম মোমিন, মাহবুবুল হক চৌধুরী, শাকিল মোর্শেদ, সুরমান আলী, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, জয়নাল আহমদ রানু, আখতার হোসেন রাজু, সালেহা কবীর শেপী, আফসর খান, মির্জা সম্রাট আহমদ, আব্দুল আহাদ, দেলোয়ার হোসেন দিনার, হোসেন আহমদ, আব্দুর রহমান, জাহাঙ্গীর হোসেন জীবন, বখতিয়ার আহমদ ইমরান, শাহীন আলম জয়, মাসরুর রাসেল, আব্দুস সালাম প্রমুখ।