গণঅধিকারের ইসি ঘেরাও, পুলিশের বাধা

নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধন না পাওয়ার প্রতিবাদ হিসেবে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয় ঘেরাও কর্মসূচী ছিলো নুরুল হক নুর নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের। তবে পুলিশি বাধায় মিছিল করেই শেষ হয় কর্মসূচী।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর পল্টনের প্রীতম-জামান টাওয়ারের সামনে থেকে মিছিলটি শুরু হয়। গুলিস্তান জিরো পয়েন্ট-কদমফোয়ারা-মৎস্য ভবন ও শাহবাগ হয়ে মিছিলটি পৌনে ২টায় বাংলামোটরে পৌঁছার পর পুলিশের বাধার মুখে পড়ে।

রমনা বিভাগের উপকমিশনারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন। একজন কর্মকর্তা বলেন, দীর্ঘ পথ ধরে এই মিছিল গেলে যানজট লেগে জনদুর্ভোগ বেড়ে যাবে।

এক পর্যায়ে পুলিশের বাধার মুখে সড়কে বসে পড়েন মিছিলকারীরা। তারা সরকারবিরোধী নানা স্লোগান দিতে থাকেন। এ সময় মিছিলের পেছনে যানবাহনগুলো সড়কে আটকে যায়। ফলে শাহবাগ পর্যন্ত দেখা দেয় যানজট।

গণঅধিকার পরিষদ দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করেছিল। তবে প্রাথমিক বাছাইয়ে তাদের আবেদন গৃহীত হয়নি। অথচ বাংলাদেশ সুপ্রিম পাটি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) নামে নামসর্বস্ব দুটি দলকে নিবন্ধন দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ইসি।

সক্রিয় দলগুলোকে বাদ রেখে এসব ভূইফোঁড় দলকে নিবন্ধনের জন্য চূড়ান্ত করার প্রতিবাদে ইসি ঘেরাও কর্মসূচির ডাক দেয় গণঅধিকার পরিষদ।