গত সপ্তাহে খারকিভ অঞ্চলের প্রায় ৩০টি এলাকা পুনর্নিয়ন্ত্রণে নেয় ইউক্রেন। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত এটিই রাশিয়ার বিরুদ্ধে দেশটির সবচেয়ে বড় আঘাত। তবে পুনর্দখলের জন্য সেনা পাঠাচ্ছে রাশিয়া।
রুশ মিডিয়ার বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানায়, নতুন করে শত শত সেনা ইউক্রেনে পাঠাচ্ছে রাশিয়া।
ইউক্রেনের সেনারা গত সপ্তাহে বেশ কয়েকটি স্থাপনা থেকে রুশ সেনাদের বিতাড়িত করে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানান খারকিভের ৩০টির বেশি এলাকা রুশ সেনাদের থেকে মুক্ত করেছে দেশটি।
খারকিভে অবস্থানরত এক রুশ কর্মকর্তা জানিয়েছেন রুশ সেনারা পিছু হঠছে। তিনি বলেন, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার বেশ ক্ষয়ক্ষতি করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। তাদের জন্য এটি অবশ্যই অনেক বড় জয়।
বেশ কয়েক সপ্তাহ ধরেই পাল্টা আক্রমণের পরিকল্পনা করছিল ইউক্রেনের সেনারা। এবার সফলতা তাদের হাতের মুঠোয় ধরা দিয়েছে।
গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালানোর শুরুর দিকেই খারকিভ দখলে নেয় রুশ সেনারা। ইউক্রেন প্রতিরোধ গড়ে তুললেও তা যতেষ্ট ছিল না।