কম্বোডিয়ার এক কুমির চাষি ঘেরের মধ্যে পড়ে যাওয়ার পর প্রায় ৪০টি কুমির তাকে আক্রমণ করে ও কামড়ে মেরে ফেলেছে।
শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় শহর সিম রিপের কাছে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, লুয়ান নাম (৭২) ডিম পাড়া একটি কুমিরকে এর খাঁচা থেকে বের করে আনার চেষ্টা করছিলেন, কিন্তু কুমিরটি তার লাঠি কামড়ে ধরে হ্যাচকা টানে নামকে ঘেরের মধ্যে ফেলে দেয়।
“তিনি মরে না যাওয়া পর্যন্ত অন্য কুমিরগুলো তাকে আক্রমণ ও ধাক্কা মারতে থাকে,” বলেছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা মাই সাভরি। পরে কুমিরের কামড়ে ক্ষতবিক্ষত নামের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহের একটি হাত ছিল না বলে সাভরি জানিয়েছেন।
এর আগে এই এলাকার একই ধরনের আরেকটি খামারে দুই বছরের এক শিশুকে হত্যা করে তাকে খেয়ে নিয়েছিল কুমিররা। এলাকাটি কম্বোডিয়ার বিখ্যাত ঐতিহাসিক মন্দির আংকর ওয়াটের কাছে। দেশটিতে প্রাণীটির ডিম, চামড়া ও মাংসের জন্য কুমির পালন করা হয়।