ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করবেন প্রধানমন্ত্রী : বিশ্বনাথে হানিফ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, এই বন্যায় সিলেটে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের ঘর-বাড়ি নষ্ট হয়েছে, তাদেরকে পুনর্বাসন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা জনগণের নেত্রী, দেশের সকল দুর্যোগে ও জনগণের সকল সুখে-দুঃখে মানুষের পাশে থেকেছেন। দেশের জনগণ সকল দুর্যোগে সবার আগে আওয়ামী লীগকেই কাছে পেয়েছে। আর দেশে কোনো দুর্যোগ এলে বিএনপি ঘুমিয়ে থাকে, তাদের নেত্রীও ঘরে ঘুমিয়ে থাকেন।

তিনি বলেন, বন্যা শুনেই শেখ হাসিনা সিলেটে ছুটে এসেছেন। ফিরে গিয়েও আমাদেরকে পাঠাচ্ছেন আপনাদের খোঁজ-খবর নিতে। এটাই হলো আওয়ামী লীগের রাজনীতি। আওয়ামী লীগ জনগণের জন্য রাজনীতি করে।

সোমবার (২৭ জুন) সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি পয়েন্টে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পুলক ভট্টাচার্যের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এনামুল হক মেম্বারের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান এস এম নুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আসাদুজ্জামান, মো. আসাদুজ্জামান আসাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়ছল আহমদ ও উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু। শুরুতে স্বাগত বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অরবিন্দু পাল।

অনুষ্ঠানে জেলা, উপজেলা, পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় দেড় শতাধিক বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

এর আগে সুনামগঞ্জের ছাতক উপজেলায় ও পরে সিলেটের দক্ষিণ সুরমা এবং ওসমানীনগরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন মাহাবুব-উল-আলম হানিফ এমপি।