সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বাংলাদেশি এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় তাকে আটক করা হয়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটক হওয়া- মো. নুরুল গণি (২২) সুনামগঞ্জ জেলার সদর উপজেলার বেড়িগাঁও গ্রামের মো. সাদেক মিয়ার ছেলে। তাকে কোম্পানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার ভোররাত ৩টা ২০ মিনিটের সময় ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন নুরুল গণী। এ সময় তাকে আটক করে বিজিবির একটি টহলরত দল।
ভারতে অনুপ্রবেশের কারণ জিজ্ঞাসা করলে নুরুল গণি বিজিবি’কে জানান, ‘গার্মেন্টসে কাজ করতে ভারতের কাশ্মিরে যাওয়ার জন্য মানবপাচারকারীদের সহায়তায় ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ‘বিজিবি সদস্যরা উৎমা সীমান্ত পিলার ১২৫৭/৫ এর কাছ থেকে ওই যুবককে আটক করে একটি অভিযোগ দিয়ে থানায় হস্তান্তর করেছেন। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।’