কোম্পানীগঞ্জে ফারুক আহমদ স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার অবিভক্ত ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম ফারুক আহমদ (চেয়ারম্যান) স্মৃতি পরিষদের উদ্যোগে ২২তম ফারুক আহমদ স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৫ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই বৃত্তি পরীক্ষা। মরহুম ফারুক আহমদের স্মৃতি রক্ষায় ২০০০ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে মরহুম ফারুক আহমদ স্মৃতি বৃত্তি পরীক্ষা।

পরীক্ষায় উপজেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী ৬৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩২৫ জন ছাত্র ছাত্রী অংশ নেয়। এদের মধ্যে ৭ম শ্রেণির ২০টি বিদ্যালয়ের ১৩৮ জন ও ৪র্থ শ্রেণির ৪৪টি বিদ্যালয়ের ১৮৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন, পাড়ুয়া আনোয়ারা স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মালেক, সার্বিক সমন্বয়কারী হিসাবে দায়িত্ব পালন করেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আমিনুর রহমান, মাধ্যমিক হল সুপারের দায়িত্ব পালন করেন ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলোয়ার হোসেন ও প্রাথমিক হল সুপারের দায়িত্ব পালন করেন শাহরিয়ার আল আজাদ।

পরীক্ষা চলাকালীন হল পরিদর্শনে আসেন সাবেক ব্যাংকার সৈয়দ ফয়জুর রহমান, ফারুক আহমদ স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ফরহাদ আহমদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক আকবর রেদওয়ান মনা, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কবির আহমদ প্রমুখ।