কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচনে ১২ প্রার্থীর মনোনয়ন জমা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ১২ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

তাদের মধ্যে চেয়ারম্যান পদে তিন জন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন, নারী ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দেন বর্তমান উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ শামীম, সিলেট জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন ও ব্যবসায়ী আবুল মনসুর মোঃ রশিদ আহমদ।

ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মো. লাল মিয়া, মোহাম্মদ ইকবাল হোসেন, সাংবাদিক মোঃ আবিদুর রহমান, মোঃ ইকবাল হোসাইন, অ্যাডভোকেট মোঃ আব্দুল্লাহ আল হেলাল মনোনয়ন জমা দিয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা বেগম, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা, ৩নং তেলিখাল ইউনিয়নের সাবেক মহিলা সদস্য মনোয়ারা বেগম ও ফাতিমা আক্তার।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জামান এসকল তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনে এবারই প্রথম শুধুমাত্র অনলাইনে মনোনয়নপত্র জমা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ২য় ধাপের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২১ এপ্রিল।

মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৪ থেকে ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ০২ মে।