কোম্পানীগঞ্জে ৬টি চোরাই গরুসহ যুবক আটক

সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ৬টি চোরাই গরুসহ আলা উদ্দিন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত ১০টার দিকে এসআই জনার্দন তালুকদারের নেতৃত্বে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার রায়পুর গ্রাম থেকে গরুসহ ওই যুবককে আটক করে। সে উপজেলার পাতলাকোনা গ্রামের ময়না মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া অফিসার শ্যামল বণিক।

তিনি জানান, রায়পুর গ্রামের কলিম উল্লাহর বসতঘরে কতিপয় ব্যক্তি চোরাই গরু বিক্রয়ের জন্য রাখা হয়েছে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৬টি চোরাই গরুসহ আলা উদ্দিন নামের ওই যুবককে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গরুগুলো বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল বলে জানায়।

এ ঘটনায় ৫ জনকে এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলা নং- ০৮, তারিখ-১০/০৬/২০২৩ খ্রি.)। এছাড়া আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান শ্যামল বণিক।