কোম্পানীগঞ্জে ২৭৭ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় ২৭৭ বোতল ভারতীয় মদসহ আতাউর (৪০) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার কাটাগাঙ পশ্চিমপাড় নামক স্থান দিয়ে মদের চালান নিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। সে উপজেলার পুটামারা গ্রামের বশির মিয়ার ছেলে।

পুলিশ জানায়, চার মাদক ব্যবসায়ী মদের চালান নিয়ে যাওয়ার খবর পেয়ে তাদেরকে ধাওয়া করেন কোম্পানীগঞ্জ থানার এসআই জনার্দন তালুকদার। এ সময় চার মাদক ব্যবসায়ীর মধ্যে তিনজন পালিয়ে গেলেও পুলিশের হাতে ধরা পড়ে আতাউর।

পলাতক মাদক ব্যবসায়ীরা হচ্ছে, উপজেলার চাতলপাড় গ্রামের জৈনুদ্দিন (৪০), বতুমারা গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে মুজিব (৩২) ও একই গ্রামের রইছ আলীর ছেলে রিয়াজ উদ্দিন (২৫)।

কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, উদ্ধারকৃত মাদকের মধ্যে ২৫৫ বোতল অফিসার চয়েজ ও ২২ বোতল এসি ব্ল্যাক মদ মামলার আলামত হিসেবে জব্দ করে আটককৃত মাদক ব্যবসায়ী ও পলাতক তিন জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।